ইংরেজ বাজার

ওয়ার্ড কমিটির তরফে ছট ভক্তদের গম ও নারকেল বিতরণ

 

২৩ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আসন্ন ছট পুজো উপলক্ষে ভক্তদের হাতে তুলে দেওয়া হল গম ও নারকেল। সোমবার দুপুরে ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায় ওয়ার্ড অফিস থেকে ছট ভক্তদের মধ্যে ঠেকুয়া প্রসাদ তৈরির জন্য গম ও নারকেল তুলে দেওয়া হয়।

    এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা। আগামী বৃহস্পতি এবং শুক্রবার অ-বাঙালিদের অন্যতম উৎসব ছট পুজো। সেই উপলক্ষে ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় সাড়ে তিনশো পরিবারের হাতে তুলে দেওয়া হয় গম ও নারকেল। সুজিত সাহা বলেন, যখন তিনি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলেন না তখন থেকে তার এই উদ্যোগ এবং বর্তমানে তিনি মানুষের আশীর্বাদ পেয়ে জনপ্রতিনিধি হয়েছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ছট ভক্তদের মধ্যে গম ও নারকেল বিতরণ করেন।